মালদা

ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে পা লেগে, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার

ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে পা লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। এদিন সকালে নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে মালদা থানার কালুয়াদিঘির ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। 

জানা গিয়েছে মৃত মহিলার নাম লক্ষ্মী মন্ডল(৪০)। স্বামী নন্দন মন্ডল ভিন রাজ্যে কাজ করে। এখানে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়িতে থাকতেন মহিলা। বৃহস্পতিবার রাত্রি বেলা হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ে এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পরে যায়। ফলে বিদ্যুৎহীন হয়ে পরে এলাকা। শুক্রবার সকালে লক্ষ্মী মন্ডল নাতিকে নিয়ে স্কুলে যায়। রাস্তায় পরে থাকা বিদ্যুতের তার দেখতে না পেয়ে পা পরে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গ্রামবাসীরা ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় তন্ময় দত্ত নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ওই মহিলা এদিন নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় ঝড়ে রাস্তার উপর পরে থাকা বৈদ্যুতিক তারে পা লাগে। যার ফলে সেই সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তার।